পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের হুমকি
সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট শেষ হয়েছে আজ শুক্রবার সকাল ৬টায়। পণ্য পরিবহন ধর্মঘট শেষ হলেও দাবি আদায়ে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’ সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে। আগামী ১৭ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সাথে জড়িতরা। জানা গেছে, প্রায় এক বছর ধরে সিলেটের চারটি পাথর কোয়ারি বন্ধ রয়েছে। পরিবেশ ধ্বংসরোধে এ সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। তবে পাথর ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, কোয়ারি খুলে দিতে উচ্চ আদালতের নির্দেশনা আছে। কিন্তু তা মানছে না প্রশাসন। কোয়ারি বন্ধ থাকায় প্রায় ১০ লাখ পাথর ও পরিবহন শ্রমিক কঠিন সংকটের মধ্যে রয়েছেন। এরই প্রেক্ষিতে গত বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’। ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার তেতলী বাইপাস রোড পয়েন্ট, হুমায়ুন রশীদ চত্বর, পারাইরচক পয়েন্ট, এয়ারপোর্ট থানার তেমুখী পয়েন্ট, ধোপাগুল, ভোলাগঞ্জ, শাহপরান থানার সুরমা পয়েন্ট, হরিপুর, জৈন্তাপুর, জাফলংসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শ্রমিকরা। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল বলেন, ‘আমরা মানবিক কথা বিবেচনা করে শুধুমাত্র পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করেছি। কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত করেনি। আমরা এখন বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটের চিন্তা করছি। ১৭ ডিসেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।