আগামী ৩ দিন তাপমাত্রা আরও কমবে, পড়বে ঘন কুয়াশা
এবার শীতের শুরুতেই ঘন কুয়াশা দেখা যাচ্ছে। ডিসেম্বরেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। আগামী তিন দিন রাতের তাপমাত্রা আরও কমবে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
সোমবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা কমতে পারে।
রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১৪ ডিগ্রি সেলসিয়াস।