ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২ ডিসেম্বর, ২০২০ ০৭:৪১

কুকুরের কোনো ক্ষতি করবে না ডিএনসিসি: আতিক

অনলাইন ডেস্ক
কুকুরের কোনো ক্ষতি করবে না ডিএনসিসি: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কুকুরদের প্রতিষেধকের মাধ্যমে রোগমুক্ত রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। এ এলাকায় যেসব বেওয়ারিশ কুকুর রয়েছে সেগুলোর কোনো ক্ষতি করা হবে না।

আজ মঙ্গলবার এক ফেসবুক লাইভে এ কথা জানান মেয়র আতিক।  

এ সময় নগরবাসীদের পক্ষে পাঠানো এক প্রশ্নের জবাবে মেয়র আতিক বলেন, কোনো কুকুর নিধন করা হবে না। এমনকী স্থানান্তরও করা হবে না। এগুলোকে ভ্যাকসিনেশনের আওতায় আনা হবে। এ ছাড়া নগরের উন্নয়নে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে মেয়র আতিক বলেন, আমি চাই নগরবাসীকে সাহায্য করতে। আমি তাদের নির্বাচিত মেয়র। তবে সবাইকে মেয়রের মতো দায়িত্ব পালন করতে হবে। আমাদের ঢাকাকে আমাদের সবাইকেই মিলে গড়ে তুলতে হবে। গত শীতকাল থেকে এবারের শীতকালে মশার প্রকোপ কম বলে জানান আতিকুল ইসলাম। 

নগরবাসীদের পাশাপাশি ফেসবুক লাইভে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ডিএনসিসি মেয়র। করোনার দ্বিতীয় ঢেউ, বিভিন্ন বস্তিতে আগুন নিয়ন্ত্রণে উন্নয়নমূলক কাজ এবং বর্ষাকালে যেন রাজধানীর সড়কে পানি না জমে সেসব বিষয়েও সিটি করপোরেশনের প্রস্তুতির কথা জানান মেয়র আতিক।

 

উপরে