আরো ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিল সরকার

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে নিবন্ধনের জন্য ৩৪টি অনলাইন পোর্টালের নাম চূড়ান্ত করেছিল তথ্য মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় দ্বীতিয় ধাপে আরো ৫১টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিল সরকার।
২৯ নভেম্বর রবিবার তথ্য মন্ত্রনালয়ের উপসচিব নাসরিন পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। যেসব অনলাইন নিউজ পোর্টালের পক্ষে সরকারের নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তিপত্র পাওয়া গেছে, কেবল তাদের তালিকা প্রকাশ করা হলো এবং তাদের প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হলো।
পরবর্তী সময়ে অন্য অনলাইন নিউজ পোর্টালগুলোর বিষয়ে অনাপত্তি প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে নিবন্ধনের অনুমতি দেয়া হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। একইসঙ্গে তালিকায় থাকা অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিধি মেনে নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, প্রথম পর্যায় দেশের শীর্ষ স্থানীয় দুইটি অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ২৪ ও বিডিনিউজ২৪ তালিকায় না থাকলেও এবারের তালিকায় প্রথমেই রয়েছে পোর্টাল দুইটির নাম।
পুরো তালিকা দেখেতে এখানে ক্লিক করুন।