ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০ ১৭:১৩

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ডেপুটি সিএজি হলেন মনোয়ারা হাবীব

অনলাইন ডেস্ক
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ডেপুটি সিএজি হলেন মনোয়ারা হাবীব

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে ‘উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (ডেপুটি সিএজি) সিনিয়র’ পদে নারী হিসেবে নিয়োগ পেলেন মনোয়ারা হাবীব। গতকাল মঙ্গলবার তিনি যোগদান করেছেন।

বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম নারী ‘ডেপুটি সিএজি (সিনিয়র)’ হিসাবে নিয়োগ পেলেন। নারী ক্ষমতায়নে যা এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন।   গত ১৬ নভেম্বর বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয়ের এক অফিস আদেশে তাকে গ্রেড-১ পদে চলতি দায়িত্বে পদস্থাপন করা হয়।

যোগাযোগ করা হলে মনোয়ারা হাবীব বলেন, ‘প্রথম নারী হিসেবে ডেপুটি সিএজি (সিনিয়র) পদে যোগদান করতে পেরে অবশ্যই ভালো লাগছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এ পদের জন্য সিএজি মহোদয় আমার প্রতি যে আস্থা রেখেছেন সেটি যেন আমি প্রমাণ করতে পারি বা সম্মান দেখাতে পারি; এটাই আমার আশা, ইচ্ছা বা কামনা।’

 

উপরে