চলে গেলেন প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসের (৮৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাজিয়া নাসের বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দাদি। তন্ময় নিজের ভেরিফায়েড ফেইসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সেখানে লেখেন, ‘আমার দাদি আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমার দাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন আমার দাদিকে বেহেশত নসিব করেন। আমিন’।
এর কয়েক ঘণ্টা আগে এমপি তন্ময় তার ফেইসবুকে লেখেন, ‘আমার দাদি আমার কাছে সব সময় ভিন্ন এক অনুভূতির নাম। গল্পের ছলে দাদির কাছ থেকে দাদাকে জেনেছি, জেনেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে। রাজনীতি শেখার অদম্য ইচ্ছের তৃষ্ণা নিবারণে আমার প্রথম প্রেরণা আমার দাদি। দাদি আমার অনুভূতিতে এতটা বিস্তৃত জায়গা জুড়ে রয়েছেন যেখানে আমি সব থেকে নিরাপদ এবং এগিয়ে যাওয়ার নিঃস্বার্থ প্রেরণা পাই।
কোভিড আক্রান্ত হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত কারণে দাদি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমার প্রেরণার স্বতঃস্ফূর্ত উৎস দাদির জন্য সবাই দোয়া করবেন’।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ শেখ আবু নাসেরের স্ত্রী রাজিয়া নাসের।
তার পাঁচ ছেলের মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা আসনের এমপি। শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি। শেখ রাজিয়া নাসের দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগ ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনা আক্রান্ত ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এখনো তার জানাজার সময় নির্ধারণ হয়নি। শেখ রাজিয়া নাসেরের মৃত্যুর সংবাদে খুলনা ও বাগেরহাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।