ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০ ১৪:২৮

দেশে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপতালে মোট ভর্তি ৮৪ জন

অনলাইন ডেস্ক
দেশে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপতালে মোট ভর্তি ৮৪ জন

গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগের ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮ জন এবং খুলনায় তিনজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন এই ২১ জন রোগীসহ বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি মোট ৮৪ জন রোগী।

এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮০জন এবং খুলনা বিভাগে চারজন রোগী হাসপাতালে ভর্তি। এদিকে গত ২৪ ঘন্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে পাঁচজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর দুইজনের তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গু জনিত বলে নিশ্চিত করেছে। এ বছরের ১লা জানুয়ারি থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৭ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৭৭৮ জন।

উপরে