ঢাকা, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০ ১৮:০২

স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।   তিনি বলেন, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সে জন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইসিডিডিআর’বিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজেটিভ এসেছে।

শরীফ মাহমুদ বলেন, নিশ্চিত হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিকভাবে দুজনের মধ্যে কোনো লক্ষণ নেই।

 

উপরে