ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ১০ নভেম্বর, ২০২০ ০৭:৪৬

তিন সরকারি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

অনলাইন ডেস্ক
তিন সরকারি প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: মাহমুদ-উল-হককে।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

একই প্রজ্ঞাপনে আরো জানানো হয়, বিটিআরসির মহাপরিচালক মো. দেলোয়ার হোসেনকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক এবং ঢাকা বিভাগের অতিরিক্ত ভিাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. নুরুন্নবীকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন মরণ কুমার চক্রবর্তী, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের দায়িত্বে ছিলেন শিবনাথ রায় এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক ছিলেন একেএম ফজলুল হক।

 

উপরে