ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ৯ নভেম্বর, ২০২০ ১৩:৩১

ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক

সজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আজ রবিবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, কোভিড-১৯-এর সংক্রমণ রোধে অন্য পদক্ষেপের পাশাপাশি ধর্মীয় উপসনালয়ে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।   ‘ইদানীং গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে, সারা দেশে বিশেষ করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে শৈথিল্য পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ে কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা রয়েছে’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়া, নো মাস্ক নো সার্ভিসের প্রচারণা, কিছুক্ষণ পরপর হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। এসব নির্দেশনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও উপাসনলায়ের পরিচালনা কমিটির প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

 

উপরে