ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ নভেম্বর, ২০২০ ১৪:৪১

ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা

অনলাইন ডেস্ক
ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকায় দুএকদিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কম। যার কারণে হালকা শীত অনুভুত হয়েছে। এবার রাজধানীতে দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সাধারণত শুষ্ক থাকতে পারে আবহাওয়া। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের চেয়ে আজকের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

উপরে