পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসতে পারে আজ
আবহাওয়া অনুকূলে ও কারিগরি জটিলতা দেখা না দিলে আজ বৃহস্পতিবার বসতে পারে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলারের ওপর। এতে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার।
গেলো মাসে পদ্মাসেতুতে ৪টি স্প্যান বসানো হয়েছে যা প্রকৌশলীদের বড় একটি সাফল্য। চলতি মাসেও চারটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি বহন করা হবে। এরপর সেখান থেকে রওয়ানা দিয়ে নিয়ে যাবে নির্ধারিত পিলারের কাছে। সেখানে অবস্থান করে সবকিছু ঠিকঠাক তাহলে বৃহস্পতিবারই বসিয়ে দেওয়া হবে।
যদি স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় না পাওয়া যায় তাহলে শুক্রবার পিলারের ওপর স্প্যান বসানোর কাজ শুরু হবে। ঠিক এমন পরিকল্পনা প্রকৌশলীদের। এই সংক্রান্ত একটি চিঠিও ইস্যু হয়েছে।