নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর, হুঁশিয়ারি দিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সোমবার (২৬ অক্টোবর) নিজ বাসায় সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘সমাজের কোন শ্রেণির মানুষই অপরাধ করে পার পাবে না। অপরাধীকে আইনের আওতায় আসতেই হবে। এছাড়াও তিনি জানান, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’ গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।
হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।