ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০ ১৭:১৩

করোনার ভ্যাকসিন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন ডেস্ক
করোনার ভ্যাকসিন নিয়ে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কোভিড ১৯ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে। এটা পর্যালোচনা করা হয়েছে। যাতে দ্রুত আমরা ভ্যাকসিন পেতে পারি সে বিষয়ে সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচেষ্টা জারি আছে। আশা করি প্রথমদিকেই ভ্যাকসিন পাবো।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ভ্যাকসিনের বিষয়ে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, সরকারি বেসরকারি পর্যায়ে এ বিষয়ে প্রচেষ্টা বিরাজমান আছে। আমরা চীনকে অনুমতি দিয়ে রেখেছি। তাদের ফান্ডিংয়ে শর্টেজ আছে, সেজন্য সেটা নিয়ে আলোচনা করছি আমরা। তারা হয়ত অ্যাপ্রোচ করবে যে বাংলাদেশ থেকে কিছু ফান্ডিং করা যায় কিনা। তবে এটি বাদ যায়নি।

সম্প্রতি অক্সফোর্ডের ২ কোটি ভ্যাকসিন এইমাসে আসছে বলে স্বাস্থ্য সচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে আমি ডেট বলতে পারছি না। তবে খুব ভালোভাবেই সেটা আগাচ্ছে।

শীতে সেকেন্ড ওয়েবের বিষয়ে প্রস্তুতি জানতে চাইলে তিনি বলেন, এখন কোনো সমস্যা হবে না। একটি ট্রিটমেন্ট প্রটোকল আছে। আমাদের কিন্তু প্যানিকটা চলে গেছে। শুরুতে বিষয়টা বুঝা যাচ্ছিল না। এখন ট্রিটমেন্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে চিকিৎসকরা। হাসপাতালগুলোর জন্য নির্দেশনা আছে কোভিড এবং নন কোভিড আলাদা করে করার জন্য। সব হাসপাতালেই এখন আলাদা ইউনিট হয়ে গেছে, কোনো সমস্যা হচ্ছে না।

 

উপরে