ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২২ অক্টোবর, ২০২০ ১৯:৪৮

সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক নির্মাণের সময় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে ওঠা যাবে।

আজ বৃহস্পতিবার নিরাপদ সড়ক দিবসের বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে যেসব সড়কে দুর্ঘটনা বেশি হয় সেসব সড়ক চিহ্নিত করে তা মেরামত করে দেয়া হয়েছে। রাজধানী ঢাকার সাথে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।   তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। তবে সড়ক নিরাপদ করতে শুধু চালক নয়, পথচারীদেরও সতর্ক থাকতে হবে।

কোন দুর্ঘটনা ঘটলে চালকের গায়ে হাত না দিয়ে দুর্ঘটনার শিকার মানুষটির চিকিৎসার ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলনে, করোনা আসাতে সড়কের কাজে কিছুটা বাধা এসেছে, তবে তা কাটিয়ে ওঠা যাবে।

উপরে