ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
আপডেট : ২০ অক্টোবর, ২০২০ ১৫:৫২

নৌপরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

অনলাইন ডেস্ক
নৌপরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নৌপরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে নদীপথে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি আদায়ে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এই কর্মবিরতি শুরু করে শ্রমিকেরা।

বন্দরের তথ্যমতে, বন্দরের বহির্নোঙরে ৩৯টি জাহাজে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, চুনাপাথর ও জিপসাম, গম, চিনি, ডাল ও শস্যদানা, পাথর ইত্যাদি পণ্য রয়েছে। কর্মবিরতির কারণে এসব বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করে সারা দেশে পরিবহন করা যাচ্ছে না।

নৌযানের শ্রমিকদের ১১ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রতিমাসে চার হাজার টাকা খাদ্যভাতা, কর্মস্থলে মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান, নদীপথে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা, নাবিক কল্যাণ তহবিল গঠন, সি ভাতা ও ইনচার্জ ভাতা প্রদান ইত্যাদি।

নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক নবী আলম বণিক বার্তাকে বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে যত পণ্য খালাস হয়, সবই নৌপথে নেওয়া হয় সারা দেশে। নদীপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

উপরে