ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০ ১৬:৩৬

করোনায় দেশে ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় দেশে ৫ মাসে সর্বনিম্ন মৃত্যু

পাঁচ মাসের মধ্যে গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে ছোঁয়াচে এই ভাইরাসের প্রাণহানি হয়েছে ১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল ১২ মে, ১১ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

নতুন করে ১৪ জনের মৃত্যু নিয়ে রোববার পর্যন্ত অতি ছোঁয়াচে এই রোগে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৬০ জনে।

চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৭৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে সরকারি হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৬৭৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁই ছুঁই করছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখের বেশি মানুষের।

উপরে