ঢাকায় হবে না কুমারী পূজা
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের কারণে রাজধানী ঢাকার কোন মণ্ডপে কুমারী পূজা হবে না। আজ শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এই কথা জানিয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ২২ অক্টোবর থেকে শুরু এবারের দুর্গাপূজা। তবে এবার রাজধানীতে মণ্ডপে মণ্ডপে হবে না কুমারী পূজা। অন্যদিকে সিঁদুর খেলার সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলে জানিয়েছে সংগঠনটি।
এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, আর ফেরত যাবেন গজে চড়ে। আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এবছর আরতি হবে, তবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। নিরঞ্জন করা হলেও শোভাযাত্রা করা হবে না।
এবছর দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ২১ অক্টোবর পঞ্চমীর দিন থেকে।