ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০ ১১:০৪

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, নতুন রোগীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি রয়েছে ১৪ জন রোগী। এ সকল রোগীর মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে এবং খুলনা বিভাগে একজন হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সিটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে দুইজনের তথ্য পাঠানো হয়। আইইডিসিআর তথ্য বিশ্লেষণ করে এদের একজনের মৃত্যু ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১০ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৪৯৪ জন।

উপরে