ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ৩ অক্টোবর, ২০২০ ১৩:৫৮

পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক
পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের একটি প্লেনারি অধিবেশনে অংশ নিয়ে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (০৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র নিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে বক্তব্য রাখেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পরমাণু অস্ত্র নিরোধ করতে হবে।

পরমাণু অস্ত্র নিরোধে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন ড. মোমেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে- পরমাণু অস্ত্র ফ্রি জোন প্রতিষ্ঠা, মানব কল্যাণে পরমাণু প্রযুক্তি ব্যবহার, সন্ত্রাসবাদী গোষ্ঠীর কাছে পরমাণু অস্ত্র যেন কোনোভাবেই না যায়- সেই পদক্ষেপ গ্রহণ ও পরমাণু অস্ত্র নিরোধে জনসচেতনতা গড়ে তোলা।

২০১৯ সালে বাংলাদেশ জাতিসংঘের পরমাণু অস্ত্র নিরোধ চুক্তিতে সই করে।

উপরে