দেশে করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুতে আরো একটি হাজারের কোটা পূর্ণ হয়েছে। চব্বিশ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে ছোঁয়াচে এই ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।
কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এদিন সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে সরকারি হিসেবে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যাটি হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।
মৃত্যুর সংখ্যা কাঁটায় কাঁটায় ৩ হাজারে পৌঁছায় ২৮ জুলাই। ৪ হাজার ছাড়ায় ২৫ আগস্ট। এর ২৮ দিনের মাথায় মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়াল।
দেশে করোনায় মৃতদের অধিকাংশই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। যারা প্রাণ হারাচ্ছেন তাদের প্রায় ৮০ শতাংশই পুরুষ, বেশির ভাগেরই বয়স পঞ্চাশোর্ধ্ব।
এদিকে, চব্বিশ ঘণ্টায় ১৪ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৫৫৭ জনের শরীরে। তাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৭৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন।