একনেক সভায় চারটি প্রকল্প অনুমোদন
অনলাইন ডেস্ক
৫শ' ৩৪ কোটি ৩৪ লাখ টাকার ৪টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ, একনেক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একনেকের নিয়মিত সভা শেষে প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরবার রেজিলিয়েন্স প্রজেক্ট, শিক্ষা মন্ত্রণালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের 'বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক' এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প।