ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৩১

চূড়ান্ত ধাপে গ্লোবের তৈরি দেশি ভ্যাকসিন

অনলাইন ডেস্ক
চূড়ান্ত ধাপে গ্লোবের তৈরি দেশি ভ্যাকসিন

অ্যানিমেল ট্রায়াল ‌শেষ করে করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপের জন্য প্রস্তুত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। ভ্যাকসিন আবিষ্কারের অগ্রগতি, সাফল্য, প্রতিবন্ধকতাসহ বিভিন্ন বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ গমমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জুলাই মাসে একটা সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে বলেছিলাম, ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে আমরা একটা রেগুলেটর অ্যানিমেল ট্রায়াল করবো। আমাদের ওই অ্যানিমেল ট্রায়াল শেষ পর্যায়ে। এই সপ্তাহের শেষ অথবা সামনের সপ্তাহের শুরুতে আরেকটা সংবাদ সম্মেলন করে রেগুলেটর অ্যানিমেল ট্রেলের ডাটা সবাইকে জানাবো।’ ডা. আসিফ বলেন, ‘এর মধ্যে আমরা একটা পাবলিকেশন জমা দেব। এই অ্যানিমেল ট্রায়ালের ডাটা নিয়ে আমাদের সিআরও বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) আর্টিকেল অ্যাপ্রোভালের জন্য আবেদন করবে। আর্টিকেল অ্যাপ্রোভাল পেয়ে গেলে এগ্রিমেন্ট শুরু করবো। এটা নির্ভর করছে বিএমআরসি কত দ্রুত আমাদের প্রটোকলটা রিভিউ করে তারা অ্যাপ্রোভাল দেবে তার ওপরে।’ স্বেচ্ছাসেবী বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রচুর স্বেচ্ছাসেবীদের সাড়া পাচ্ছি। অনেকে মেইল করছে, মেসেজ পাঠাচ্ছে- ‘যে আমরা স্বেচ্ছাসেবী হতে চাই’। আমরা যারা এর সঙ্গে জড়িত আছি, নিজেরাও স্বেচ্ছাসেবী হতে চাই।’

উপরে