যে কারণে ঢাকায় আসছে না বিএসএফ প্রতিনিধি দল

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিত হওয়ার তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বিএসএফের প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাতে না পারায় বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যায়নি।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দেয়ার জন্য বিএসএফ প্রতিনিধিদলের নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের এয়ার ক্রাফটের কারিগরি সমস্যার কারণে প্রতিনিধিদলটি ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারছে না। এ জন্য পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩ থেকে ১৮ সেপ্টেম্বর) অনুযায়ী রবিবার থেকে মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
পরিবর্তিত সময়সূচিও এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি বলে জানানো হয়েছে।