ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৪৫

দ. সুদানে শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হলেন মাইন উল্লাহ

অনলাইন ডেস্ক
দ. সুদানে শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার হলেন মাইন উল্লাহ

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডেপুটি ফোর্স কমান্ডার নির্বাচিত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।

এর আগে ২০১১ সালে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে জাতিসংঘ তার কার্যক্রম শুরু করে। বাংলাদেশ শুরু থেকেই দক্ষিণ সুদানে জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রম এর সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশের একটি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের যাত্রালগ্ন থেকে নিয়োজিত রয়েছে। 

বর্তমানে একটি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট তিনটি কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে ইএনএমআইএসএস মিশনে নিয়োজিত। ইএনএমআইএসএস মিশনে বর্তমানে এক হাজার ৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী শিগগিরই দক্ষিণ সুদানে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে যোগদান করবেন।  

 

উপরে