ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০ ১০:১৫

এবারের সংসদে যে ৬ বিল পাস হলো

অনলাইন ডেস্ক
এবারের সংসদে যে ৬ বিল পাস হলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০সহ ৬টি বিল পাস হলো একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে।

বৃহস্পতিবার ছিল এই নবম অধিবেশনের সমাপনী দিন। আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল পাস হয়।

যে ছয়টি বিল এবারের অধিবেশনে পাস হয়েছে সেগুলো হলো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল-২০২০, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ বিল-২০২০ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২০।

প্রসঙ্গত যে, এবার চলতি একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হয় গত রোববার (৬ সেপ্টম্বর)। ৫ দিন চলে এই অধিবেশন। বাজেট অধিবেশনসহ করোনা সংক্রমণকালের পূর্ববর্তী দুটি অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে বৈঠক হয়। রোস্টারের ভিত্তিতে প্রতিদিন ৮০জনের মতো সংসদ সদস্য সংসদের বৈঠকে অংশ নেন।

 

উপরে