লিবিয়া থেকে দেশে ফিরল ১৫৩ বাংলাদেশি
অনলাইন ডেস্ক
লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৫৩ বাংলাদেশি। তাদের সঙ্গে লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির মরদেহও দেশে আনা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে দূতাবাসের প্রচেষ্টা ও বেনগাজী প্রবাসীদের সহযোগিতা এবং বিশেষত: আইওএম এর সক্রিয় সহায়তায় চার্টার্ড ফ্লাইটে বেনিনা বিমানবন্দর থেকে তাদের দেশে পাঠানো সম্ভব হয়েছে। একই ফ্লাইটে আজদাবিয়াতে সড়ক দূর্ঘটনায় নিহত মোহাম্মদ নুরুল আমিনের মরতদেহ ও দেশে পাঠানো হয়েছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরো কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় ফিরতে রাজি হয়েছেন। দুটি চার্টার্ড ফ্লাইটে দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।