ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৯

রাজারবাগ পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্ত করলেন ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
রাজারবাগ পুলিশ লাইন্সে মাছের পোনা অবমুক্ত করলেন ডিএমপি কমিশনার

প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্ত কার্যক্রমের অংশ হিসাবে রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

০৮ সেপ্টেম্বর ২০২০ শনিবার সকাল ১০.৩০ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের পুকুরে মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় পুকুরে ১৬০ কেজি রুই, ৮০ কেজি কাতলা, ১৪০ কেজি মৃগেল ও ২০ কেজি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করা হয়।

উক্ত কর্মসূচিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ- পরিচালক সৈয়দ মোঃ আলমগীর ও জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

উপরে