ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৩৫

দ্রুত জেসিসি বৈঠক আয়োজনে সম্মত মোমেন-জয়শঙ্কর

অনলাইন ডেস্ক
দ্রুত জেসিসি বৈঠক আয়োজনে সম্মত মোমেন-জয়শঙ্কর

দ্রুত যৌথ পরামর্শক কমিশন বা জেসিসির বৈঠক আয়োজনে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক টুইটে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

জয়শঙ্কর লিখেছেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। জয়শঙ্কর সোমবার তার টুইটারে এই তথ্য দিলেও ঠিক কবে, কখন কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি।

তিনি বলেছেন, ‘আমাদের নেতৃবৃন্দের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে আমরা নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।’ ভারতীয় হাইকমিশনের ফেইসবুক পেজ থেকেও আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশন জেসিসির বৈঠক অনুষ্ঠিত হয় গত বছর ফেব্রুয়ারিতে। ওই বৈঠকেও নেতৃত্ব দেন আব্দুল মোমেন।

সেবার দ্বিপক্ষীয় নানা বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে ভারতকে আরও সম্পৃক্তের বিষয়ে চেষ্টা করেন মন্ত্রী।

উপরে