ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০২০ ২০:২২

দেশে একদিনে মৃত্যু ২৯, শনাক্ত ১৯২৯

অনলাইন ডেস্ক
দেশে একদিনে মৃত্যু ২৯, শনাক্ত ১৯২৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯২৯ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ২১১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ০৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ৭ জন। তাদের মধ্যে ২৭ জন হাসপাতালে এবং ২ জন বাড়িতে মারা গেছেন।

তাদের মধ্যে ১৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৭ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জন করে মোট ৬ জনের বয়স ৪১ থেকে ৫০ এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

১৪ জন ঢাকা বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের এবং ২ জন করে মোট ৮ জন চট্টগ্রাম, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৪ হাজার ৪১২ জনের মধ্যে ৩ হাজার ৪৫৪ জনই পুরুষ এবং ৯৫৮ জন নারী।

 

 

উপরে