রোববার থেকে গণস্বাস্থ্য হাসপাতালে করোনা পরীক্ষা
অনলাইন ডেস্ক
কাল (রবিবার) থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করা হবে। এর আগে হাসপাতালটিতে অত্যাধুনিক মলিকিউলার ডায়াগনস্টিক ল্যাবরেটরি স্থাপন করা হয়। শনিবার (২৯ আগস্ট) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, আমরা কাল থেকে প্রতিদিন ২০০টি নমুনা পরীক্ষা করব। প্রয়োজন অনুসারে টেস্টের পরিমাণ বাড়ানো হবে। সকাল ১১টার মধ্যে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নমুনা জমা দিলে আমরা সর্বোচ্চ ৮ ঘণ্টায় টেস্টের রেজাল্ট দিয়ে দেব।
গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, করোনার আরটি পিসিআর টেস্ট ফি ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যাদের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্য বিমা করা আছে তারা দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে টেস্ট করতে পারবে।