ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৯ আগস্ট, ২০২০ ০৯:৩১

জেনে নিন দেশের কোন জেলায় কত জন করোনা আক্রান্ত

অনলাইন ডেস্ক
জেনে নিন দেশের কোন জেলায় কত জন করোনা আক্রান্ত

দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ২২১ জন। এতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৭ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭৪ জনে। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ৭ জন, বরিশালে ১ জন, সিলেটে ১ জন ও রংপুরে ৪ জন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। অপরদিকে মৃত ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন ও বাড়িতে ৩ জন।

গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার ১৬ দশমিক শূন‌্য ৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৬ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৬০ বছরের ওপরে ২৬ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তদের সংখ্যা হলো- ঢাকা ৮১,০৩২, চট্টগ্রাম ১৬,৬১২, কুমিল্লা ৬,৫৯১, বগুড়া ৬,৩৪২, নারায়ণগঞ্জ ৬,৩০৬, ফরিদপুর ৬,১৮৭, খুলনা ৫,৪২৫, সিলেট ৫,৩৬৩, গাজীপুর ৪,৭৪১, রাজশাহী ৪,৩৭৬, নোয়াখালী ৪,৩২৫, কক্সবাজার ৩,৯০৬, মুন্সীগঞ্জ ৩,৪৭৬, ময়মনসিংহ ৩,২৬৫, যশোর ২,৯৭৮, বরিশাল ২,৯৭৫, কুষ্টিয়া ২,৫৭৭, কিশোরগঞ্জ ২,৪৪৪, টাঙ্গাইল ২,৩৭৯, রাজবাড়ী ২,৩৫১, গোপালগঞ্জ ২,২৩১, ব্রাহ্মণবাড়িয়া ২,২১৭, চাঁদপুর ২,০৯৫, নরসিংদী ২,০৫০, সুনামগঞ্জ ১,৯৩২, লক্ষ্মীপুর ১,৮৬২, সিরাজগঞ্জ ১,৮৫৯, দিনাজপুর ১,৭৮৭, রংপুর ১,৭৩৬, ফেনী ১,৬৩১, হবিগঞ্জ ১,৪৫৪, ঝিনাইদহ ১,৪১৪, মৌলভীবাজার ১,৩৭৪, শরীয়তপুর ১,৩৫১, জামালপুর ১,২৮৫. মাদারীপুর ১,২৮০, পটুয়াখালী ১,২৫৫, চুয়াডাঙা ১,১৪১, নড়াইল ১,১১৭, নওগাঁ ১,১১১, মানিকগঞ্জ ১,০৯৩, সাতক্ষীরা ৯৬৬, পাবনা ৯৫৮, পিরোজপুর ৯১৩, জয়পুরহাট ৮৯৭, বাগেরহাট ৮৬৮, নীলফামারী ৮৪২, বরগুনা ৮০৪, নাটোর ৮০১, রাঙ্গামাটি ৭৯৮, নেত্রকোনা ৬৭৮, গাইবান্ধা ৬৭১, বান্দরবান ৬৬৫, চাঁপাইনবাবগঞ্জ ৬৬৩, ভোলা ৬৩৩, খাগড়াছড়ি ৬১৬, ঝালকাঠী ৬০২, কুড়িগ্রাম ৫২৯, মেহেরপুর ৪৫১, ঠাকুরগাঁও ৪২৭, লালমনিরহাট ৪১৯, শেরপুর ৪০৮ ও পঞ্চগড় ৩৪৫ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

 

 

উপরে