অফিস-আদালতসহ সব কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা আসছে
অনলাইন ডেস্ক
আরও এক মাস স্বাস্থ্যবিধি মেনে ৩১ আগস্টের পর সরকারি অফিস-আদালতসহ সব কর্মকাণ্ড পরিচালনার নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ জন্য আগামী সপ্তাহেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দেবেন।
তিনি বলেন, করোনা প্রতিষেধক না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ৩১ আগস্ট পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মেনে আগের মতই চলতে হবে। নতুন প্রজ্ঞাপন আসবে, সেটার জন্যই অপেক্ষা। তিনি আরো বলেন, আগামী সপ্তাহেই আসবে প্রজ্ঞাপন। পরিস্থিতি বিবেচনা করে আগামী এক মাসের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দেবেন। যতদিন ভ্যাকসিন না আসে ততদিন স্বাস্থ্যবিধি মেনেই কর্মকাণ্ড চালাতে হবে।