ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৬ আগস্ট, ২০২০ ১৪:২৫

বন্যায় ক্ষতি ৬ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
বন্যায় ক্ষতি ৬ হাজার কোটি টাকা

বাংলাদেশের ৩৩ জেলায় বন্যায় নানা খাতে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে বন্যা-পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ‌্য জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যায় ৩৩ জেলায় ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, গবাদি পশু, শস্যখেত ও বীজতলা, মৎস্য খামার, স্কুল-কলেজ-মাদরাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদ্যুৎ লাইন, ফোন লাইন, টেলিফোন টাওয়ার, সড়ক, ব্রিজ- কালভার্ট, বাঁধ, বনাঞ্চল, নার্সারি, নলকূপ, জলাধার, হাসপাতাল-ক্লিনিকের ক্ষতি হয়েছে।’ বন‌্যাকবলিত জেলাগুলো হলো—লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, সিলেট, টাঙ্গাইল, রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, নেত্রকোনা, নওগাঁ, শরীয়তপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নাটোর, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, মৌলভীবাজার, গাজীপুর, গোপালগঞ্জ ও পাবনা।

উপরে