ত্রিপুরার সঙ্গে নৌ যোগাযোগে ছাড়পত্র দিল বাংলাদেশ
ত্রিপুরাবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে বাংলাদেশ থেকে গোমতী নদী হয়ে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর পর্যন্ত জাহাজ চলাচলের ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে সরাসরি নৌপরিবহন চালু হওয়ার ছাড়পত্র পাওয়ায় রাজ্যবাসী খুশির মেজাজে। অনেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ জন্য ধন্যবাদ জানাচ্ছেন।
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের ছাড়পত্র দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের দেওয়া চিঠির ছবিও তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে মাঝারি আকারের জাহাজ চালানো হবে।
বাংলাদেশের দাউদকান্দি থেকে ত্রিপুরা পর্যন্ত গোমতী নদী দিয়ে নিয়মিত নৌ-পরিবহনের জন্য ইতোমধ্যে শ্রীমন্তপুর এলাকায় একটি অস্থায়ী জেটি নির্মাণ করা হয়েছে।