ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ১৩:৩১

প্রবাসীদের জন্য কমানো হলো করোনা পরীক্ষার ফি

অনলাইন ডেস্ক
প্রবাসীদের জন্য কমানো হলো করোনা পরীক্ষার ফি

কমানো হয়েছে প্রবাসীদের জন্য করোনা পরীক্ষার ফি। আগের ফি ছিলো সাড়ে ৩ হাজার আর বর্তামান ফি হচ্ছে দেড় হাজার। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা রোধে তাইওয়ান সরকারের পক্ষ থেকে পাঠানো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‍ এ সময় তিনি বলেন ‘পিসিআর টেস্টের জন্য আমরা যে ফি নির্ধারণ করেছিলাম তা কমানো হয়েছে’। ‘২০০ টাকার টেস্ট ১০০ টাকা, ঘরে বসে টেস্ট ৫০০ থেকে ৩০০ টাকা করা হয়েছে। এছাড়া যারা টেস্ট করে বিদেশে যায় তাদের পরীক্ষা সাড়ে তিন হাজার থেকে কমিয়ে এক হাজার ৫০০ টাকা করে দেয়া হয়েছে।   উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঢাকায় তাইওয়ান ট্রেড সেন্টারের পরিচালক তিমথি ডব্লিড. ডি. সো, ম্যানেজার রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

 

উপরে