ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ২৫ আগস্ট, ২০২০ ১১:২৫

সবুজ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক
সবুজ বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো সবুজ-শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থেই প্রাকৃতিক বাংলাদেশে রূপ দেয়া। তাঁর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়তে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে আমরা জাতীয় সংসদ চত্বরে বৃক্ষরোপণ করছি।

সোমবার (২৪ আগস্ট) জাতীয় সংসদ ভবন চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রী এসব কথা বলেন।   তিনি আরও বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশ হবে গ্রিন বাংলাদেশ, সুন্দর ও আধুনিক বাংলাদেশ। সে লক্ষ্যে আমরা বৃক্ষরোপণসহ অন্যান্য উন্নয়নের কাজ করে চলেছি।

উপরে