খোলা জায়গায় তাজিয়া মিছিল নয়: ডিএমপি
অনলাইন ডেস্ক
পবিত্র আশুরায় খোলা স্থানে তাজিয়া মিছিল বা সমাবেশ করা যাবে না। তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ইনডোরে সব ধরনের অনুষ্ঠান করা যাবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ডিএমপির সদর দপ্তরে আশুরার নিরাপত্তা নিয়ে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
শফিকুল ইসলাম বলেন, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব এখনও শেষ হয়ে যায়নি। এ কারণে ধর্মীয়ভাবে পবিত্র আশুরা পালন করতে হবে। তবে করোনার জন্য স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।