ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৯ আগস্ট, ২০২০ ০৪:৫৪

ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
ইসির ৭৯ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর মাঠপর্যায়ের কার্যালয়ের ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ সাইদুল ইসলামসহ মোট ৫৮ জন রাজস্ব খাতের কর্মকর্মতা-কর্মচারী, আর বাকি ২১ জন আউটসোর্সিং খাতের জনবল। করেনায় আক্রান্ত রাজস্ব খাতের ৫৮ জনের মধ্যে ২৬ জন কর্মকর্তা এবং ৩২ জন কর্মচারী রয়েছেন। আর আউটসোর্সিংয়ের ২১ জনই কর্মচারী।

তিনি আরও জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বাকিরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে কেউ মারা যাননি।

 

উপরে