ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
আপডেট : ১৮ আগস্ট, ২০২০ ২১:১০

করোনা আক্রান্তের পরদিনই প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি

অনলাইন ডেস্ক
করোনা আক্রান্তের পরদিনই প্রধানমন্ত্রীর সামনে ডাক বিভাগের ডিজি

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরদিনই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে গিয়ে দাঁড়িয়েছেন ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র (এসএস ভদ্র)।

জানা গেছে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করা সুধাংশু শেখর ভদ্রের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয় ১২ আগস্ট। ১৩ আগস্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর গত ১৪ আগস্টে জাতির জনকের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, ডেটা কার্ড উন্মোচন ও বিশেষ খামের উদ্বোধনী কাজে গণভবনে যান তিনি।

ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেবিলে বসে উদ্বোধনী খাম, স্মারক ডাকটিকিট এবং ডেটা কার্ড উন্মোচন কাজে স্বাক্ষর করছেন আর নীল শার্ট পরা সুধাংশু শেখর ভদ্র পাশে দাঁড়িয়ে আছেন। অথচ নিয়ম অনুযায়ী তখন তার আইসোলেশনে থাকার কথা। সেটা না করে তিনি গণভবনে গিয়েছেন।

ছবিতে আরো দেখা গেছে, সাধারণ একটি সার্জিক্যাল মাস্ক মুখে এবং একটি ক্যাপ মাথায় দিয়ে অন্যদের সঙ্গে দাঁড়িয়ে আছেন সুধাংশু। তবে কথা বলার সুবিধার জন্য প্রধানমন্ত্রীর মুখের মাস্কটি ছিল নামানো।

এ বিষয়ে কথা বলতে সুধাংশু শেখর ভদ্রের মোবাইল নম্বরে একাধিকবার কল এবং খুদেবার্তা পাঠিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

উপরে