করোনায় মারা গেছেন সশস্ত্র বাহিনীর ১২৪ জন
গত এক সপ্তাহে সশস্ত্র বাহিনীতে ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময়ে সশস্ত্র বাহিনীর এক সদস্য ছাড়াও অবসরপ্রাপ্ত ও তাদের পরিবারের সদস্য মিলে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সশস্ত্র বাহিনীতে করোনায় মারা গেছেন ১২৪ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আট হাজার ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭ হাজার ৬৮৬ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তদের মধ্যে সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় মারা গেছেন ১৩ জন। এছাড়াও সামরিক বাহিনী থেকে অবসরে যাওয়া ও তাদের পরিবারের সদস্যদের যারা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ১১১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এছাড়া সশস্ত্র বাহিনীর ৮২৬ জন কর্মী সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।