জাহাজডুবির ২৪ঘন্টা পর ১৩ নাবিক জীবিত উদ্ধার
অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজ ‘এমভি আখতার বানু’র ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে জেলেরা। রোববার (১৬ আগস্ট) দুপুরে হাতিয়ার ভাসানচর এলাকার বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার বিকেলে জাহাজটি ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুপুরে বঙ্গোপসাগরে লাইফ জ্যাকেট পরিহিত জাহাজের ১৩ নাবিককে ভাসতে দেখেন জেলেরা। পরে জেলেরা তাদের উদ্ধার করা হয়। তাদের উপজেলার বুড়ির চর ইউপির সূর্যমুখী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য, গতকাল শনিবার সকালে বিরূপ আবহাওয়ার মধ্যে শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের আনুমানিক এক হাজার ৮০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে যাওয়া পথে উত্তাল সাগরে আরও একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়।