ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৫ আগস্ট, ২০২০ ১৭:৩৩

রাজধানীতে করোনায় আক্রান্ত ৬৮ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
রাজধানীতে করোনায় আক্রান্ত ৬৮ হাজার ছাড়িয়েছে

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৬৪৪ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১২ জন। এ নিয়ে এক লাখ ৫৭ হাজার ৬৩৫ জন করোনা থেকে সুস্থ হলো।

এদিকে রাজধানী ঢাকায় ৬৮ হাজার ৬৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে চার হাজার ১৪৮ জন। 

আজ শনিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ঢাকা বিভাগের আরেক জেলা মাদারীপুরে এক হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছে। এ বিভাগের নরসিংদীতে এক হাজার ৮২৫ জন, মুন্সীগঞ্জে তিন হাজার ২৬৯ জন, মানিকগঞ্জে ৯৪৭ জন, রাজবাড়ীতে এক হাজার ৬৭৮ জন, গোপালগঞ্জে এক হাজার ৯৬৯ জন, টাঙ্গাইলে এক হাজার ৯৩৯ জন, কিশোরগঞ্জে দুই হাজার ১৮৭ জন, শরীয়তপুরে এক হাজার  ৩৯৭ জন ও ফরিদপুরে পাঁচ হাজার ৩৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১৫ হাজার ৭৭৫ জন, কুমিল্লা জেলায় ছয় হাজার ১৪১ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই হাজার ৮৮ জন, চাঁদপুর জেলায় এক হাজার ৯৮৫ জন, কক্সবাজার জেলায় তিন হাজার ৬৯৪ জন, খাগড়াছড়িতে ৫৮৫ জন, রাঙামাটিতে ৭২৭ জন, বান্দরবানে ৬২১ জন, ফেনীতে এক হাজার ৫০৯ জন, লক্ষ্মীপুর জেলায় এক হাজার ৭২৮ জন ও নোয়াখালী জেলায় তিন হাজার ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগের সিলেট জেলায় চার হাজার ৮২৪ জন, মৌলভীবাজারে এক হাজার ২০৬ জন, হবিগঞ্জ জেলায় ৩২৬ জন এবং সুনামগঞ্জে এক হাজার ৬৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগের রংপুর জেলায় এক হাজার ৭৩৬ জন, গাইবান্ধা জেলায় ৬৭১ জন, নীলফামারী জেলায় ৭৭৮ জন, কুড়িগ্রামে ৫২৯ জন, লালমনিরহাট জেলায় ৪১৯ জন, পঞ্চগড় জেলায় ৩৪৫ জন, ঠাকুরগাঁওয়ে ৪২৭ জন ও দিনাজপুরে এক হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগের খুলনায় চার হাজার ৯৯২ জন, যশোরে দুই হাজার ৩৯৮ জন, নড়াইলে ৯৮৩ জন, মাগুরায় ৬৪০ জন, বাগেরহাটে ৭৭৪ জন, মেহেরপুরে ৩২৩ জন, কুষ্টিয়ায় দুই হাজার ২০৬ জন, চুয়াডাঙ্গা জেলায় ৯৪২ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় তিন হাজার ৫৯ জন, জামালপুর জেলায় এক হাজার ১৪০ জন, নেত্রকোনায় ৬৬১ জন এবং শেরপুর জেলায় ৩৬১ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৭১৫ জন, ঝালকাঠিতে ৫৩৮ জন, বরিশাল জেলায় দুই হাজার ৬৯১ জন, ভোলায় ৫৯০ জন, পিরোজপুরে ৮১৭ জন এবং পটুয়াখালীতে এক হাজার ১২২ জন আক্রান্ত হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় তিন হাজার ৯৭১ জন, জয়পুরহাটে ৮৩৭ জন, বগুড়ায় পাঁচ হাজার ৬৭৪  জন, পাবনায় ৮৯৭ জন, চাঁপাইনবাগঞ্জে ৫৬৯ জন, সিরাজগঞ্জে এক হাজার ৯৭১ জন ও নওগাঁয় এক হাজার ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ শনিবারের তথ্যমতে, রাজধানী ঢাকায় ৬৮ হাজার ৬৮৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ঢাকা জেলায় আক্রান্ত হয়েছে চার হাজার ১৪৮ জন।

 

উপরে