ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১৩ আগস্ট, ২০২০ ০০:২৯

লেবাননে আটকেপড়া ৭১ জন প্রবাসী দেশে ফিরেছে বিমান বাহিনীর বিমানে

অনলাইন ডেস্ক
লেবাননে আটকেপড়া ৭১ জন প্রবাসী দেশে ফিরেছে বিমান বাহিনীর বিমানে

লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে ৭১ জন প্রবাসী বাংলদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন।

বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, এসিএসসি, পিএসসি, জিডি(পি)।  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মিশনটি পরিচালিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশী, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরী চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরুপনের জন্য একটি কারিগরী মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর এই সি-১৩০ পরিবহন বিমানের মাধ্যমে গত রবিবার ৯ আগস্ট লেবাননে পাঠানো হয়েছিল।

বুধবার (১২ আগস্ট) আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ্য যে, ফিরতি পথে বিমানটি ক্সবরুত থেকে ৭১ জন প্রবাসী বাংলদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে। এর ফলে লেবাননের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সু-সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। 

 

উপরে