ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ১১ আগস্ট, ২০২০ ২১:৩৮

মালদ্বীপ থেকে ফিরলেন ১৪১ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
মালদ্বীপ থেকে ফিরলেন ১৪১ বাংলাদেশি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে মালদ্বীপের রাজধানী মালে থেকে দেশে ফিরেছেন ১৪১ বাংলাদেশি।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।   জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় মালদ্বীপে আটকা পড়েন বাংলাদেশি এসব নাগরিকরা। দু-দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হয়নি।  

 

উপরে