মানবিকতার অনন্য উদাহরণ স্থাপন করল বাংলাদেশ
তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্বকে একটি ছোট গ্রামের সাথে তুলনা করা হয়। যার একটি বাহারী নাম দেওয়া হয়েছে ”গ্লোবাল ভিলেজ”। এর দ্বারা বুঝানো হয়েছে, কেউ পৃথিবী থেকে আলাদা নয়। একজনের বিপদ মানে সবার বিপদ। আর এই বিপদে এগিয়ে আসাকেই বলা হয় মানবিকতার উৎকৃষ্ট উদাহরন। বিশ্বে বাংলাদেশ এর নজির বহুবার রেখেছে। সর্বশেষ লেবানন এ বিস্ফোরন এর ঘটনায় সহায়তা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
গতকাল বাসস এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, বলা হয় মানবিক সহায়তার মধ্যে রয়েছে ৯ টন খাদ্য সামগ্রী এবং ২ টন ওষুধ ও ওষুধ সামগ্রী। এ সহয়তা সামগ্রী বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে পৈাছে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লেবালনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউনিফিল ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য গত ৪ আগস্ট লেবালনের রাজধানী বৈরুতে দু’টি শক্তিশালী বিস্ফোরনে ঘটনা ঘটে। এত ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রানহানি হয়।
সূত্রঃ বাসস