মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের মৃত্যুবার্ষিকী পালিত
রোববার (৯ আগস্ট) বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব আবদুস সোবহান-এর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদ মাদরাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বসুন্ধরার এন ব্লকে রাহমানিয়া মাদরাসা, কে ব্লকে মদিনাতুল উলুম মাদরাসা, মারকাজুল ফিকরিল ইসলামী, ঢালিবাড়ি নুরন্নবি মাদরাসা ও এতিমখানা- এসব প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার মসজিদে দোয়া মাহফিল, ইসালে সওয়াব অনুষ্ঠিত হয় এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এর আগে রাহমানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও ওস্তাদ এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বনানীতে মরহুমের কবর জেয়ারত ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
১৯০১ সালের ২১ জানুয়ারি আলহাজ্ব আবদুস সোবহান জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ৯ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
প্রসঙ্গত, মরহুম আলহাজ্ব আবদুস সোবহান বিশিষ্ট শিল্পপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাবা।