সিনহা নিহতের ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না। আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তদন্ত রিপোর্ট আমাদের কাছে জমা দেবেন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরই এ মামলা জট খুলে যাবে। এ ঘটনায় জড়িত কেউই ছাড় পাবেন না। প্রতিবেদন অনুযায়ী, যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের আইন অনুযায়ী সাজা প্রদান করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তদন্তে যদি কক্সবাজারের এসপির বিষয়ে কিছু পাওয়া যায়। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।