ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
আপডেট : ৬ আগস্ট, ২০২০ ১৭:৩৯

করোনার ধাক্কা সামলাতে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
করোনার ধাক্কা সামলাতে যা বললেন প্রধানমন্ত্রী

মহামারি করোনা ভাইরাসের ধাক্কা সামলে বিনিয়োগ আকর্ষণের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে, সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মহামারীর মধ্যেই অর্থনীতিকে কী করে এগিয়ে নেয়া যায়, সেই পরিকল্পনাও থাকতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডার গভর্নিং বোর্ডের সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

গণভবন থেকে এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড প্রধান শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যুক্ত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যরা।   বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি কী করে বিনিয়োগ ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়, সেই সংক্রান্ত দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন সরকার প্রধান।

 

 

উপরে