তিন রাষ্ট্রদূতের চুক্তির মেয়াদ বাড়ল
অনলাইন ডেস্ক
তিন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। ইতালি, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বর্ধিত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, ইতালিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তির মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বর্ধিত হওয়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।